চুনারুঘাট প্রতিনিধি॥ চুনারুঘাটের পল্লীর এক গাউছিয়া মোটরস ওয়ার্কসপ ও পার্সের দোকানে দেড় লক্ষাধিক টাকার মালমাল চোরেরা নিয়ে গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সুকদেবপুর বাজারের একটি মোটরসাইকেল পার্স ও ওয়ার্কসপে এ চুরি ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গাউছিয়া মোটরস ওয়ার্কসপ মালিক হাফেজ মোঃ ইব্রাহিম লস্কর দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এদিকে ওয়ার্কসপের শ্রমিকরা শুক্রবারের সাপ্তাহিক ছুটি উপলক্ষে তারা যার যার বাড়িতে চলেন। এর ফাঁকে চোরেরা দোকানের তালা ভেঙ্গে দোকানে প্রবেশ করে মোটরসাইকেল দামী যন্ত্রাংশসহ বিভিন্ন মালামাল লুটে নিয়ে যায়। এতে প্রায় দের লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
ঘটনার পরের দিন সকালে দোকানের মালিক দেখতে পান দোকানের সাটার ও তালা ভাঙ্গা দেখতে পান। পরে তিনি চুনারুঘাট থানার খরব দিলে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।