স্টাফ রিপোর্টার ॥ ৪ দিনের সংক্ষিপ্ত সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির।
বৃহস্পতিবার বিকাল ৫টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। সেখানে বসবাসরত প্রবাসী হবিগঞ্জবাসী এবং দলীয় নেতৃবৃন্দের আমন্ত্রনে তিনি সেখানে জানা। এডভোকেট মোঃ আবু জাহির এমপি ৭ মে দেশে ফিরবেন বলে কথা রয়েছে।