ছনি চৌধুরী,নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান চাপায় সানুক মিয়া নামে (৪২) এক পথচারী নিহত হয়েছেন ।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে এ দূর্ঘটনাটি ঘটে । নিহত সানুক মিয়া বালাগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত নজিব উল্লাহর পুত্র । জানাযায় কিছুদিন পূর্বে সানুক মিয়া তার শশুর বাড়ি নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামে বেড়াতে আসেন । সেখান থেকে শনিবার ভোরে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশ্য রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন তিনি ।
শনিবার ভোর সকালে ঢাকা থেকে একটি পিকআপ ভ্যান মাছ নিয়ে সিলেট যাচ্ছিল পথিমধ্যে মডেল বাজার নামকস্থানে পৌঁছামাত্রই পিছন দিক থেকে সানুক মিয়াকে মারাত্মক ভাবে ধাক্কা দেয়। তখন নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটি খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই পথচারীর মৃত্যু হয়। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করেন । শেরপুর হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।