আব্দুল হাই প্রিন্স, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাটে পৃথক বিশেষ অভিযানে সি.আর জি.আর মামলার পলাতক ওয়ারেন্টভূক্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গত শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এস.আই সুমনুর রহমান এ.এস.আই সামছুদ্দিন, এ.এস.আই আউলাদ মিয়া সহ একদল পুলিশ পৃথক বিশেষ অভিযান চালিয়ে পলাতক ওয়ারেন্টভূক্ত ৯ আসামীকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নয়ানী গ্রামের আলম উল্লার পুত্র রুহেল মিয়া (৩০) সি.আর ১০৩/১৭ মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী, বাসুল্লা গ্রামের চাঁন মিয়ার পুত্র নজির মিয়া (২৭) সি.আর ০২/১৮, হাতুন্ডা গ্রামের মৃত হাফিজ উল্লার পুত্র আঃ হাই (৪০) জি.আর ২৯৬/১৫, ৪৭/১৪ সহ মাদক মামলার আসামী, রামগঙ্গা এলাকার মনর আলীর পুত্র মহরম আলী (৪০) সি.আর ৬৭/১৭ মামলার পলাতক আসামী সহ সি.আর জি.আর মামলার আরও তিন মামলার মোট ০৯ জনকে গ্রেফতার করে থানা পুলিশ।
পুলিশ জানায় আসামীরা দীর্ঘদিন যাবত ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে পালিয়ে বেড়াচ্ছিল। পরে শনিবার দুপুরের দিকে গ্রেফতারকৃত ০৯ জন আসামীকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।