নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের বাহুবলে বিএনপির মিছিল থেকে দুই ভাইকে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ মে) বিকেলে বাহুবল উপজেলা শহরের বাজার থেকে তাদের আটক করা হয়। তারা হলেন-উপজেলার বালিচাপড়া গ্রামের আলতা মিয়ার ছেলে মোছাব্বির মিয়া (৩৫) এবং তার ভাই আব্দুল মান্নান (২৬)।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, মোছাব্বির ও আব্দুল মান্নান নামে দুই বিএনপি নেতা পুলিশের বাধা উপেক্ষা করে বেপরোয়াভাবে মোটরসাইকেল নিয়ে মহড়া দেওয়ায় তাদের আটক করা হয়েছে।
মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানিকে সামনে রেখে সোমবার বিকেলে বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল বের করে বাহুবল উপজেলা বিএনপি।