মোঃ আলমগীর মিয়া নবীগঞ্জ থেকেঃঃ নবীগঞ্জ উপজেলায় হাওরে ধান শুকানো দেয়ার সময় বজ্রপাতে দীঘলবাক ইউনিয়নের রাধানগর গ্রামের রঙ্গরাজ সরকার (৫০) নামের একজন নিহত হয়েছেন।
জানাযায়, শুক্রবার সকালে রাধানগর গ্রামের মৃত রসরাজ সরকারের পুত্র রঙ্গরাজ সরকার (৫০) স্থানীয় হাওরের ধান শুকানের সময় হঠাৎ ভারীবর্ষন বৃষ্টি শুরু হয়। এসময় সে দৌড়ে নিরাপদ স্থানে পৌছার চেষ্টার সময় বজ্রপাতের আঘাতে আহত হয়। আহত রঙ্গরাজ সরকারকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
উল্লেখ্য যে গত মঙ্গলবার উপজেলার পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামের হাবিব উল্লার পুত্র আবু তালিব (২৫),করগাও ইউনিয়নের বৈলাকীপুর গ্রামের হরি চরন পালের পুত্র নারায়ন পাল(৪০) বজ্রপাতে নিহত হন।
এনিয়ে নবীগঞ্জ উপজেলা বজ্রপাতে নিহতের সংখ্যা ৫ আহত অনন্ত ২০ জন।