স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের পুরাতন হাসপাতাল সড়ক এলাকায় সাহিদ চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। এ সময় আয়োজিত সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।
হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোঃ আব্দুল মুন্তাকিম সাহিদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, বিএমএ হবিগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মুখলেছুর রহমান উজ্জ্বল ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ দেবাশীষ দাশ। এছাড়াও বিভিন্ন পর্যায়ে গন্যমান্য ব্যক্তিবর্গসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত চিলেন।
হাসপাতাল কর্তপক্ষ জানান, হাসপাতালটিতে রয়েছে চক্ষু চিকিৎসার অত্যাধুনিক যন্ত্রপাতি। এছাড়াও তারা অত্যন্ত সাশ্রয়ীভাবে রোগীদেরকে চক্ষু চিকিৎসা প্রদান করা হবে। একেবারেই দরিদ্র রোগীদের ক্ষেত্রে সেখানে বিশেষ ব্যবস্থা রয়েছে বলেও জানান হাসপাতালের কর্তব্যরতরা। অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে হাসপাতালের উদ্বোধন করেন এমপি আবু জাহির। পরে মিলাদ মাহফিলের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।