নিজস্ব প্রতিবেদক,দৈনিক শায়েস্তাগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন।
শনিবার দুপুর ৩টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজের কাশফুল দোকানের সামনে ইট বোজাই ট্রাক ও যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ৫ জন আহত হয়েছে।
জানা যায়,ঢাকাগামী কমিল্লা ট্রান্সপুর্ট বাস এবং সিলেটগামী ইট বোজাই ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়।তাৎক্ষানিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।দুর্ঘটনায় বাস ও ট্রাক দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিন খন্দকার সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।