স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমান বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। আর তার সুযোগ্য কন্যা দেশের মাদ্রাসা শিক্ষার প্রসারে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত দেশে ইসলামের নাম করে জঙ্গি ও বোমাবাজী করে। ওই দুস্কৃতিকারীরা দেশে ইসলাম প্রতিষ্ঠার নাম করে সন্ত্রাবাদকে প্রতিষ্ঠা করতে চায়। তারা জঙ্গি-সন্ত্রাসের মদদদাতা এবং মানুষ হত্যার মাধ্যমে নিজেদের আখের গোছানার পায়তারায় লিপ্ত থাকে সবসময়।
তাই তাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। শনিবার বিকালে হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকায় জামেয়া নূর-ই আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির আরো বলেন, বর্তমান সরকার দেশের মানুষের নিরাপত্ত্বা নিশ্চিতের পাশাপাশি দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে। আর এই উন্নয়নের ধারাকে ব্যহত করতে একদল ভন্ড সবসময় পায়তারা চালিয়ে যাচ্ছে।
সকল অপশক্তিকে মোকাবেলা করতে আওয়ামী লীগ জনগণের সাথে রয়েছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মুফতি হযরতুল আল্লামা আবু তাইয়্যিব মোঃ নূর উদ্দিন জঙ্গী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, সাবেক কাউন্সিলর সামছু মিয়া, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিডেটের কর্মকর্তা গোলাম মোঃ বাহরাম খান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ সেবুল আহমেদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রসার শিক্ষক মাওলানা ইব্রাহিম খলিল, মাওলানা নোমান আহমেদ, মোঃ হাবিবুর রহমান, সোহাগ আহমেদ, সুমন আহমেদ, বায়েজিদ আহমেদ, নাজমা আক্তার মাহমুদা আক্তার শিফা, আওয়ামী লীগ নুরুল আমীন, সাবেক সেনা সদস্য শাহ কিম্মত আলী, সাবেক ছাত্রলীগ নেতা শাহ জালাল উদ্দিন জুয়েল প্রমুখ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি আবু জাহির। শুরুতেই সংসদ সদস্যকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, মানপত্র এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়।