চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার সর্ব সাধারণের প্রাণের দাবী চাঁন্দপুর চা বাগানের অনাবাদী জমিতে ইকোনোমিকস জোন স্থাপন এর বাস্তবায়ব হবে। বলেছেন চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকার সংসদ সদস্য এ্যাডঃ মাহবুব আলী।
১১মে বিকাল ৫ টায় চুনারুঘাট উপজেলার আমতলী আদর্শ বাজারে ৩ নং দেওরগাছ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আয়োজিত উন্মোক্ত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে এ কথা বলেন তিনি। তিনি বলেন, জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী সারাদেশে ১০০টি ইকোনোমিকস জোন স্থাপনের ঘোষণা দিলে তিনি চুনারুঘাটে একটি জোন স্থাপনের প্রস্তাব করেন। এবং এর বাস্তবায়নের ব্যাপারে তাঁর যা যা করনীয় তা করে রেখেছেন।
স্থানীয় ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইয়াকুত মিয়ার সভাপতিত্বে, যুগ্ন-আহবায়ক সুরঞ্জন দেব ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মানিক মিয়ার যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, সহ-সভাপতি ইঞ্জিঃ ওয়াহিদুজ্জামান বাবুল, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমেদ, পৌর আওয়ামীলীগ সভাপতি আবু তাহের মহালদার, ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি রইছ উল্লাহ মেম্বার, মাধবপুর উপজেলা যুবলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান ফারুক পাঠান ,চুনারুঘাট উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক কে,এম আনোয়ার হোসেন, সহ-সভাপতি নজরুল ইসলাম, এ্যাড: সহিদুল ইসলাম, আকবর আলী মেম্বার, যুগ্ন-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, হাজী জিল্লুল কাদির লস্কর রিমন, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর মর্তুজ আলী সর্দার, আতাউর রহমান মিলন প্রমূখ।
সংসদ সদস্য এ্যাডঃ মাহবুুব আলী দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, “বালুখেকু, গাছচোর, মাদক ব্যবসায়ী ও তাদের মদদ দাতা সহ যেকোনো ধরনের অপকর্মের সাথে জড়িত দুর্নীতিবাজদের সাথে শেখ হাসিনার কোন আপোষ নেই। সে যে দলেরই হউক না কেন। এবং আমিও তাদের সাথে আপোষ করব না আমার এমপিত্ব যায় আর থাকে।