চুনারুঘাট (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের চুনারুঘাটে সাপের দংশনে মোঃ মোক্তার মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় তিনি সাপের দংশনে আক্রান্ত হন।
নিহত মোক্তার মিয়া উপজেলার গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামের আলী আকবর মিয়ার পুত্র। শুক্রবার সন্ধ্যায় মোক্তার মিয়ার বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মাছ শিকার করতে যান। এ সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে।
বিষক্রিয়ায় মোক্তার মিয়া ছটফট করতে থাকেন। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে চুনারুঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মোক্তার মিয়াকে মৃত ঘোষণা করেন। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।