শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ পৌরসভার রেলওয়ে গুদাম মাঠ এলাকায় অবস্থিত রেজভীয়া সুন্নীয়া জামে মসজিদে ফ্যান বন্ধ করে তারাবীহ’র নামাজ আদায় করায় মুসল্লিদের একাংশের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
সিলিং ফ্যান বন্ধ করে নামাজ আদায় করলে বেশী ছওয়াব হবে, তাই মসজিদ কমিটির সিদ্ধান্তক্রমে নামাজ শুরু হওয়ার সাথে সাথে ফ্যান বন্ধ করা হয়। ফ্যান বন্ধ রাখায় প্রচন্ড গরমের মধ্যে নামাজ আদায় করা কষ্টসাধ্য হওয়ায় মুসল্লিদের একাংশের মাঝে চাপা ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ ফ্যান বন্ধ নয়, কেউ যাতে ফ্যান ছাড়তে না পারে সেজন্য মসজিদ থেকে ফ্যানই খুলে ফেলা হয়েছে।
এদিকে ক্ষোভ প্রকাশকারী মুসল্লিয়ান শনিবারের তারাবীহ নামাজকালে এর প্রতিবাদ জানান। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসেন শায়েস্তাগঞ্জ থানার ওসি আনিসুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে উভয়পক্ষকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।