হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলায় হুরগাও গ্রামের গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১০ জনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার হুরগাঁও গ্রামের আয়াত আলীর খড় খেয়ে ফেলে একই গ্রামের শামীম মিয়ার গরু। এ নিয়ে উভয় পক্ষের মাঝে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিশুসহ অন্তত ৫০ জন আহত হয়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০ দাঙ্গাবাজকে আটক করা হয়েছে।