শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে মাদক সম্রাট জামাল (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
প্রতিদিনের ন্যায় গতকাল বৃহস্পতিবার (২৪ মে) বেলা ৩টায় শায়েস্তগঞ্জ থানার ওসি আনিসুর রহমানের গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আমিনুল ইসলাম, এস আই দেলোয়ারসহ একদল পুলিশ শায়েস্তগঞ্জ পৌরশহরের মহলুলসুনাম গ্রামের ঐতিহ্যবাহী মাদক ব্যবসা বস্তার বাড়িতে এক মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় ।এসময় কুখ্যাত মাদক সম্রাট জামালকে ইয়াবাসহ আটক করা হয়।
এসময় তাকে দেহ তল্লাশি করে পলিতিনে মুড়ানু ৮০পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
আটকৃত মাদক সম্রাট জামাল মিয়া শায়েস্তাগঞ্জ পৌর সভার মহলুল সুনাম গ্রামের মৃত মেন্দি হোসেনের পুত্র। ওসি আনিসুর রহমান জানায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।