নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সালেক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ মে) রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার এসআই হুমায়ুন আহমেদের নেতৃত্বে একদল পুলিশ বানিয়াচং সদর ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের দোয়াখানী মহল্লায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
এ সময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ও একটি ধাঁরালো ছোরা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সালেক মিয়া ওই মহল্লার মৃত রেশন মিয়ার পুত্র।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, কয়েকদিন ধরে সালেক মিয়াকে ধরতে আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেত সে। বুধবার রাতে তার নিজ বাড়িতে অবস্থান করছে এই সংবাদ পেয়ে বাড়ির আশেপাশে অবস্থান নেয় পুলিশ। পরে তার বসত ঘর থেকে সালেক মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত সালেকের বিরুদ্ধে বানিয়াচং থানায় বেশ কয়েকটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে অন্য জায়গা থেকে বিভিন্ন রকমের মাদক এনে বিক্রি করত।