নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের চুনারুঘাট পৌর এলাকার থানা রোডে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে উঠা ৪টি স্থাপনা (ব্যবসায়ী প্রতিষ্ঠান) উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৪ মে) বিকেলের দিকে এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের সহকারী কমিশনার রিগ্যান চাকমা।
উচ্ছেদ হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- রাহী ভেরাইটিজ স্টোর, দুলাল ভেরাইটিজ স্টোর, ফয়সল ভেরাইটিজ স্টোর এবং মফিদুল ইসলামের ফলের দোকান।
সহকারী কমিশনার রিগ্যান চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, চুনারুঘাটসহ বিভিন্ন স্থানে যানজট নিরসনের লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সরকারি জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়। এরই পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবীসহ পৌর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।