বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদেরকে উদ্ধার করে বাহুবল ও হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার দক্ষিন স্নানঘাট গ্রামের বশির মিয়ার কাছে মাদক বিক্রি নিয়ে কথা কাটাকাটি হয় একই গ্রামের মহিদুল ইসলাম মুহিদের। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে মহিলাসহ ৩৫ জন আহত হয়। গুরুতর আহত অস্থায় ৭ জনকে হবিগঞ্জ ও ১০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, থানার ওসি মোঃ মাসুক আলী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। সংঘর্ষে গুরুতর আহতরা হলো ফরহাদ মিয়া (২৯), তাজুল মিয়া (৩০), মাসুক মিয়া (২০), আয়েশ মিয়া (৩০), মনফর মিয়া (৫০), লাল মিয়া (৪০), রাসেল মিয়া (৩৮)।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারো যে কোন সময় তাদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসি।