নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া থেকে এক অজ্ঞাত (৪৫) নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৮ মে) সকালে পুলিশ লাশের সুরতহাল তৈরী করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। এর আগে রোববার রাতে শায়েস্তাগঞ্জ-লাদিয়া সড়কের বটতলি নামক স্হান থেকে লাশ উদ্ধার করা হয়।
জানা যায়,গত রবিবার সন্ধায় স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সোমবার সকালে মর্গে প্রেরণ করে।
শায়েস্তাগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কমলা কান্ত মালাকার লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।