চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত আঃ সোবাহানের পুত্র মাদক ব্যবসায়ী খলিল মিয়া (৪০) কে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করে চুনারুঘাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই ওমর ফারুকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এ.এস.আই আলমাছ ও এ.এস.আই সামছুদ্দিন সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বনগাঁও গ্রাম থেকে মাদক ব্যবসায়ী খলিল মিয়াকে আটক করে।
এসময় তার দেহ তল্লাশী করে নিষিদ্ধ ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে খলিল মিয়ার বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা রুজু হয়েছে। পরে তাকে দুপুরের দিকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।