মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৮ যুবককে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
এর সত্যতা নিশ্চিত করে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, গত সোমবার মধ্য রাতে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে কাঁঠাল বাড়ি নামক স্থান থেকে চুনারুঘাট উপজেলার চানপুর বাগানের মধু মহালী (২২), বিশ্বজিত মহালী (২০), সজল মহালী (২২), ভরত মুক্তা (২১), সুজন মহালী (১৯), সাজন মহালী (১৯), ফজল মিয়া (২৯) এবং বাচ্চু মিয়া (৩৫) কে মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে তেলিয়াপাড়ার এসআই রমজান আলী বাদি হয়ে একটি মামলা করেছেন।