নিজস্ব প্রতিবেদক : শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকায় অভিযান চালিয়ে দু’টি রেস্টুরেন্ট ও একটি ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।
জানাযায়,অভিযানে খাদ্যে রঙ ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করার অপরাধে বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১৫ হাজার, নোংরা পরিবেশের জন্য আরীফ রেস্টুরেন্টকে পাঁচ হাজার ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে নিউ দিগন্ত ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।