স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক কর হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, আটককৃতরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। তাদের কাছ থেকে ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক ৮টি মামলা দায়ের করা হয়েছে।