চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ চুনারুঘাট-মাধবপুর আসনের এমপি এডভোকেট মাহবুব আলী ৩য় বারের মত মহান জাতীয় সংসদের প্যানেল স্পীকার নির্বাচিত হয়েছেন। তিনি মঙ্গলবার ২০১৮-১৯অর্থ বছরের বাজেট অধিবেশনের প্যানেল স্পীকার নির্বাচিত হয়েছেন।
প্যানেল স্পীকার নির্বাচিত হওয়ায় এডভোকেট মাহবুব আলী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মহান জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরীকে চুনারুঘাট-মাধবপুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।