চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের আব্দুস সহিদের পুত্র নাঈম মিয়াকে (২৫) ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাত ৯টার দিকে চুনারুঘাট থানা পুলিশ উপজেলার গোছাপাড়া গ্রামে বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নাঈম মিয়াকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশী করে ২২ পিস ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ ব্যাপারে চুনারুঘাট থানায় নাঈম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।