চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের বাল্লা কোম্পানী ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন আয়োজিত মাদক বিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন।
গতকাল (৭ জুন) রোজ বৃহস্পতিবার ব্যাটালিয়নের পিএসসি অধিনায়ক বিজিবি ৫৫ ব্যাটালিয়ন লেঃ কর্ণেল এম জাহিদুর রশীদ এর সভাপতিত্বে মাদক বিরোধী আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠনে উপস্থিত ছিলেন ৫৫ ব্যাটালিয়নেরে উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মঈন উদ্দিন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, চুনারুঘাট উপজেলা ইউএনও মোঃ মঈন উদ্দিন ইকবাল, ১নং গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ন কবির খান, ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী শামছুন্নাহার, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক মাষ্টার, সাংবাদিক আবুল কালাম আজাদ, আজিজুল হক নাসির, এম এস জিলানী আখনজী, ইউপি সদস্য আঃ হাশিম, হীরা মিয়া, শহিদ মিয়া, মিনার খাতুন, আসামপাড়া বাজারের ব্যবসায়ী জাবেদ খাঁন, শিল্পপতি রুবেল মিয়া, ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।