স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার ৩ সহশ্রাধিক লোকজনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছেন লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিল।
এতে উপস্থিত সকলেই দলমত নির্বিশেষে এমপি আবু জাহিরকে সমর্থন জানান। ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা বিগত প্রায় সাড়ে ৯ বছরে এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র মাধ্যমে রাস্তাঘাট, ব্রীজ নির্মাণ এবং স্কুল কলেজ ও চিকিৎসাকসহ সকল ক্ষেত্রে উন্নয়নের কথা তুলে ধরেন।
এ সময় এলাকার উন্নয়ন অব্যাহত রাখার স্বার্থে বিগত দুইবারের ন্যায় আগামী নির্বাচনেও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপিকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে নির্বাচিত করার প্রতিশ্র“তি ব্যক্ত করেন এলাকার সাধারণ জনগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসাম্প্রদায়িক রাষ্ট্র উপহার দিয়েছিলেন। আর তারই সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা সকল শ্রেণি-পেশার লোকজনকে সমানভাবে গুরুত্ব দিয়েছেন। ধর্ম-বর্ণ নির্বিশষে সকল মানুষের অভূতপূর্ব মেলবন্ধনের সৃষ্টি করেছেন তিনি। বিগত দিনগুলোতে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের লাভ হয়।
এমপি আবু জাহির আরো বলেন, জনগণের কল্যাণের স্বার্থেই আমার রাজনীতি। ছাত্রজীবন থেকে মানুষের জন্য কাজ করে আসছি। আপনাদের জন্য কিছু করতে পারলে আমি একজন জনপ্রতিনিধি হিসাবে তৃপ্তির সাথে ঘরে ফিরি। ভবিষ্যতেও তিনি সাধারণ জনগণের জন্য কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থ-সামাজিক সকল ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। দরিদ্র্যতা হ্রাসে বর্তমান সরকারের গণমুখী পদক্ষেপের সুফল ভোগ করছে জনগণ। এ ধারাবাহিকতায় বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের পর্যায়ে প্রবেশ করেছে।
সকল উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে আওয়ামী লীগের বিকল্প নেই। করাব রহমানিয়া মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কদ্দুছের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ এবং করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল।
এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মতিন মাস্টার, শাহ্ রেজা উদ্দিন আহমেদ দুলদুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী ফরহাদ, এডভোকেট মাহফুজ মিয়া, বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, বিশিষ্ট মুরুব্বী আজদু মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, লাখাই প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলী নেওয়াজ, বিশিষ্ট মুরুব্বী মহিউদ্দিন আহমেদ, মরহরম আলী, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ বাহার উদ্দিন, ইউপি সদস্য মেহেদী হাসান দুলাল, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাফিজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট খোকন চন্দ্র গোপ, ইউনিয়ন যুবলীগ সভাপতি আতাউর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা শাহাম্মদ আলী শান্ত, ছাত্রলীগ নেতা শরীফুল আলম রনি প্রমুখ। ইফতার মাহফিলের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্বাস উদ্দিন। ইফতার মাহফিলে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় লোকজন স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেন।