মোঃ আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ স্টেশন রোডে গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানে দূর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা ভোর রাতে দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে ২’শ ফিস এন্ডয়েট দামী মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লক্ষ টাকার চেয়েও অধিক।
এ ঘটনাটি ঘটেছে গত রবিবার ভোর রাতে শায়েস্তাগঞ্জ স্টেশন রোডের গ্রামীণ টেলিকম এন্ড ইলেকট্রনিক্স ব্যবসা প্রতিষ্ঠানে। এঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ স্টেশন রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক ও হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, আহবায়ক সদস্য মন্টু দাস ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন। এব্যাপারে আলাপ কালে দোকানের মালিক মহসিন মিয়া জানান, প্রতিদিনের ন্যায় তিনি ব্যবসা পরিচালনা শেষে দোকানের সার্টার তালাবদ্ধ করে বাড়ি যান।
রবিবার সকালে তার ছোট ভাই তার নিজের দোকানে এসে তার ভাইয়ের দোকানের সার্টারের তালা কাটা দেখতে পেয়ে চমকে উঠেন এবং তার বড় ভাইকে খবর দেন। পরে দোকানের মালিক মহসিন মিয়া এসে দোকানে প্রবেশ করে এ অবস্থা দেখতে পেয়ে হতাশায় ভেঙ্গে পড়েন। তিনি জানান, এর পূর্বে আরো দু বার তার দোকানখানা চুরি হয়েছে। এব্যাপারে ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক ও সদর উপজেলার আওয়ামীলীগের সধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল বলেন, শায়েস্তাগঞ্জের জন্য এই ডাকাতির ঘটনাটি অত্যান্ত দুঃখ জনক। দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এসে শায়েস্তাগঞ্জে নিরাপদে সুনামের সহিত ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে।
যদি এ রকম ঘটনা একের পর এক সংঘটিত হয় তাহলে এলাকার বাহিরের লোকজন নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে চাইবেনা বরং তারা শায়েস্তাগঞ্জ শহর ছেড়ে চলে যেতে বাধ্য হবে। তিনি এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শায়েস্তাগঞ্জ উপজেলা আইন শৃংঙ্খলা সভায় গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বলে ও জানান। এঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং দোকানের মালিককে শান্তনা দেন। এঘটনার পর শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী মহলে ডাকাত আতংক বিরাজ করছে।