নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার ৯ নং নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল তালুকদারকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার দিনগত রাতে উপজেলার শরিফাবাদ গ্রামে চেয়ারম্যানের নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় চেয়ারম্যানকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি দেখে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শরিফাবাদ যুব সংঘের সভাপতি হাজী মতিউর রহমান মতিন সেলফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চেয়ারম্যানকে কুপানোর প্রতিবাদে এলাকাবাসি সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ থানার নছরতপুর নামকস্থানে বিক্ষোভ করে। এতে দুই ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্বৃত্তদের গ্রেফতারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াছিনুল হক ঘটনার সতত্যা নিশ্চিত করে জানান, চেয়ারম্যানের ঘটনাটি সদর থানার অধিনে তবে মহসড়কে এলাকাবাসির বিক্ষোভ থামাতে ফোর্স নিয়ে গিয়েছিলাম।
শনিবার সকাল ১১টা এ রিপোর্ট লেখা পর্যন্ত মহাসড়কের পরিস্থিতি শান্ত। যান চলাচল স্বাভাবিক রয়েছে।