চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক আরিফুল হাই রাজীবের উদ্যোগে ইদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার দীনব্যাপী চুনারুঘাট উপজেলার বিভিন্ন স্থানে পনের শ’ গরীব-দুঃস্থদের মাঝে ৭৫০শ’ লুঙ্গি ও ৭৫০শ’ শাড়ী বিতরণ করা হয়।
সকাল ১১টায় উপজেলার আইতন জজ বাড়ীতে প্রথম বস্ত্র বিতরণ শুরু করা হয়। পরে যথাক্রমে চুনারুঘাট মধ্যবাজার, হাতুন্ডা, নালমুখ সহ উপজেলার ৮টি ইউনিয়নে ইদ বস্ত্র বিতরণ করেন চুনারুঘাটের এ কৃতি সন্তান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গাফফার, উপজেলা তাঁতী লীগের সদস্য সচিব শেখ মোঃ আঃ আলীম, পৌর শ্রমিকলীগের সভাপতি আমির হোসেন, যুবলীগ নেতা জুনাঈদ মিয়া, আব্দুস সালাম প্রমুখ। বস্ত্র বিতরণ শেষে তিনি আসন্ন চা-শ্রমিক ইউনিয়ন নির্বাচনের গণসংযোগকালে প্রার্থীদের সাথে মত বিনিময় করেন। পরে আমু চা-বাগানে বিশ্বকাপ ফুটবল খেলা যেন শ্রমিকরা উপভোগ করতে পারে এজন্য এলইডি টেলিভিশন প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, চা-শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল, হেলেন কর্মকার, গুপেন সহ চা-শ্রমিক নেতা-কর্মীরা।
দীনব্যাপী কার্যক্রম শেষে তিনি উপজেলার কালিশিরি গ্রামে ইফতার মাহফিলে অংশ নেন।