স্টাফ রিপোটার : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপকের অবহেলায় নতুন টাকার নোট না পেয়ে শতাধিক গ্রাহকরা ক্ষোভ প্রকাশ করেছে।
জানাযায় শায়েস্তাগঞ্জ ইসলামী ব্যাংক লিমিটেড স্থাপিত হওয়ার পর থেকে হাজারো উর্ধে একাউন্ট খুলে এবং সকল সুযোগ সুবিধা পেয়ে আসছে গ্রাহকরা। এছাড়া বৈদেশিক ও ব্যবসায়ীদের লেনদেন হয়ে থাকে বেশি।
এদিকে গত ৩ জুন ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ব্যাংক থেকে সাড়া দেশের ন্যায় শায়েস্তাগঞ্জে প্রত্যেক ব্যাংকে নতুন টাকার নোট দেওয়া হলে ও ইসলামী ব্যাংকে অবহেলার কারণে সেভিংস ও কারেন্ট একাউন্ট গ্রাহকরা নতুন টাকার নোট না পাওয়া ক্ষোভ প্রকাশ করেন।
শায়েস্তাগঞ্জ ইসলামী ব্যাংকের সেভিংস একাউন্ট এর একজন গ্রাহক মনির হোসেন জানান, ব্যাংকে নতুন টাকার নোট নেওয়ার জন্য ব্যাংকের ব্যবস্থাপকের কাছে গেলে নতুন টাকার নোট নেই বলে বিদায় দেন। এতে অনেক গ্রাহক ব্যাংকে একাউন্ট করে সুযোগ সুবিদা হতে বঞ্চিত হয়ে অন্য ব্যাংকে একাউন্ট খোলার সুযোগ নিচ্ছে।
ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা ব্যক্তিগত ভাবে নতুন টাকার নোট ব্যবহার করছে এবং তাদের পরিচিত লোক দেখে দেখে নতুন টাকার নোট হাতে তোলে দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।