নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ভানুদেব গ্রামের নিকটে গতকাল বুধবার দুপুরে বাড়ী থেকে রাস্তা পারাপারের সময় আছিয়া খানম (৭০) নামে এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়েছে। এ সময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে প্রায় ঘন্টা খানেক পড়ে যানচলাচল স্বাভাবিক করে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, মহাসড়কের উল্লেখিত স্থানে ঘটনার সময় ভানুদেব গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী আছিয়া খাতুন তার বাড়ির সামনে মহাসড়ক পারাপার করার সময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী পরিবহনের একটি অভিজাত বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মহিলা মারা যায়।
এ সময় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল চন্দ্র ভৌমিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।