স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সাংবাদিক ফোরামের সেক্রেটারি ও দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পত্রিকার চুনারুঘাট প্রতিনিধি খন্দকার আলা উদ্দিন এর মাতা ফুল বাহার বেগম ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টায় সেবা ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৫) বছর। ফুল বাহার বেগম স্বামী, ২ পুত্র ও ২ কন্যা সন্তান সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
গতকাল রাত ১১ টায় সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের লেবুর বাগান বাজার সংলগ্ন মাঠে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে শত শত মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ লিয়াকত হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুছাইন আলী রাজন, আওয়ামীলীগ নেতা কাউছার আহমদ বাহার, সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট মোস্তাক আহমদ বাহার, প্রেসক্লাব সহ-সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাঈল হোসেন বাচ্চু, সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য মোঃ ওয়াহেদ আলী, নুর উদ্দিন সুমন, দপ্তর সম্পাদক রুবেল তালুকদার, জিলানী আখঞ্জী, কাজী মিজান, ব্যবসায়ী মোঃ সাজিদুর রহমান, ছাত্রলীগ নেতা শিফন ডাক্তার আলমঙ্গীর, সাংবাদিক এসআর রুবেল মিয়া, হারুনুর রশিদসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন ও সকল শ্রেনী পেশার লোকজন জানাজায় অংশগ্রহণ করেন। এদিকে, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন দৈনিক শায়েস্তাগঞ্জ ডটকম পরিবার।