মোঃ রহমত আলী, হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং রাহ্ সমাজ কল্যাণ যুব সংস্থা আয়োজিত মা সমাবেশে প্রসবোত্তর মা ও নবজাতকের স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয় ইউপি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি মোঃ ছাদেকুর রহমান খান।
প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন।
ইউনিকেয়ার এনজিও’র চেয়ারপার্সন কামরুল হাসান কাজল এর পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা রাহমা খানম, শিক্ষিকা জ্যোৎস্না আক্তার, সদস্যা সাবেরা খাতুন, আব্দুল কাইয়ুম, মজিবুর রহমান, হাফিজ আশরাফ আলী প্রমুখ।
প্রধান অতিথি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন বলেন, স্কুল গমন বয়সী বাড়ির সকল শিশুদের ১৮ হতে ৩০ ডিসেম্বর ১২দিন ব্যাপী মোবাইলে বর্ণ ও সংখ্যা শেখানোর শিক্ষা কার্যক্রমে মা-দেরকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এসময় তিনি ইউনিয়নের প্রতিটি বাড়িতে স্ব-শরীরে পর্যবেক্ষন করবেন বলেও জানান।
সমাজে মা-দের গুরু দায়িত্বই হলো সুশিক্ষিত ও আলোকিত পরিবার গঠন করা। তিনি আরও বলেন আগামী জানুয়ারী হতে ইউনিয়নের স্কুল মাদ্রাসা গমন বয়সী কাউকে দিনে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকতে দেওয়া হবে না।