মোঃআবদুল হক রেনু : শায়েস্তাগঞ্জে বিশিষ্ট মুরব্বি হাজী আবুতৈয়ব(লুদা মিয়ার)ইন্তেকাল ॥শায়েস্তাগঞ্জের পার্শ্ববর্তী উবাহাটা ইউনিয়নের রাজ্জাকপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজী আবুতৈয়ব(লুদা মিয়ার)ইন্তেকাল করেছেন।
বিকেল সাড়ে ৩টায় হঠাৎ বুকে ব্যাথা হলে ডাক্তারের নিকঠ নেওয়ার আগেই নিজ বাড়িতে তার মৃত্যু হয়।(ইন্নাল্লিহী রাজীউন)।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৫ বছর ।মরহুমের জানাযার নামাজ আজ সোমবার সকাল ১১টায় নিজ বাড়ীতে অনুষ্টিত হইবে।মৃত্যু কালে তিনি স্ত্রী, ৪ পুত্রর ৫ কন্যা সন্তান,নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তার মৃত্যুতে এলাকায় সুখের চায়া নেমে আসে।