স্টাফ রিপোর্টার॥ দুই বছর পর ২৩ জুন রাতে আবারও হবিগঞ্জের চবিয়ানরা মিলিত হয়েছিলেন। আবারও সেই প্রাণের ছোয়া দেখা গেছে সবার মাঝে। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে চবিয়ানরা মিলিত হয়ে ক্যাম্পাসের স্মৃতিচারনে ব্যস্ত ছিলেন। তাদের কথায় উঠে এসেছে শাটল ট্রেন, জারুলতলা আর ঝুপড়ির গল্প। বাদ্যযন্ত্র ছাড়াই শাটল ট্রেনের গানও হয়েছে দুয়েকটা।
অবধারিতভাবে স্মৃতিচারনে চলে এসেছিল মরহুম সামছুদ্দিন রানা, মরহুম শাহ আবিদুর রহমান আর প্রফেসর ড. সালেহ উদ্দিন এর কথা। তারা হবিগঞ্জের শিক্ষার্থীদেরকে দীর্ঘদিন পথ দেখিয়েছিলেন চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে। হবিগঞ্জের চবিয়ানদের পাশাপশি এখানে কর্মরত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী মিজানুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা এবং সহকারী জজ শাহরিয়ার ইকবালের উপস্থিতিতে মনে হয়েছিল হবিগঞ্জ শহরের রয়েল রেস্টুরেন্টটি যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেরই একটি অংশ। বাহিরের জেলার হয়েও সোনালী ব্যাংক কর্মকর্তা এ বি এম মাসুম আন্তরিকভাবে কাজ করেন সেই চবিয়ানের রক্তের বাধনে। আনন্দঘন অনুষ্ঠান শেষে সবার মাঝে একটি স্বপ্ন খেলা করছে স্থায়ী প্লাটফর্ম তৈরি করার। আর নিয়মিত না হউক মাঝে মাঝে একসাথে সবাই মিলিত হওয়ার আকুলতা প্রকাশ পেয়েছে প্রবলভাবে।
হবিগঞ্জ সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ নজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্যাম্পাসের স্মৃতি চারন করেন, চুনারুঘাট সরকারী কলেজের উপাধ্যক্ষ হারুন মিয়া,সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের, ইষূু ভূষন দাশ রায়, জেলা সমাজ সেবা অধিদপ্তরের ্উপ-পরিচালক হাবিবুর রহমান, সরকারী বৃন্দাবন কলেজের প্রভাষক দপক কুমার দাস,ধর্মঘর ডিগ্রী কলেজের অধ্যক্ষ আল আজগর, লাখাই মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলী, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. ফখরুদ্দিন, মো. ফরিদ আহমেদ, আজমিরীগঞ্জ কলেজের সাবেক অধ্যাক্ষ ওমর ফারুক চৌধুরী, সহকারী অধ্যাপক হাফিজুর রহমান সওদাগর, শায়েস্তাগঞ্জ ড্রিগী কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল ইসলাম, শহর সমাজ সেবা কর্মকর্তা আবু নাইম মৃধা, প্রভাষক অনুপমা ভক্ত, প্রভাষক ফেরদৌসী রহমান মুন্নী, সৈয়দ নাসির আহমেদ, মোল্লাহ জালাল উদ্দীন,হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান, সোহেল আফজল,এডভোকেট মঈন উদ্দিন চৌধুরী, মেজবাহ উদ্দিন আহমেদ জামি, মুসফিকুন নুর, মোজাদিুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান, ফখরুদ্দিন মোবারক, আব্দুল মোছাব্বির ছাব্বির, রাজীব বিশ্বাস রাজু, ইকবাল শরীফ সাকী, সহিদুল আলম মিজু, মাহমুদুর নূর হাসেমী, জাহিদুল হক, আবিদুল হক, মিজানুর রহমান, রফিকুল ইসলাম, মোহাম্মদ মহি উদ্দিন, রিপা আক্তার প্রমুখ।