স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ-মিরপুর সড়কের এশিয়ান হাইরোড নামকস্থানে সিএনজি চালক শেকুল মিয়া (২৫)কে মারপিট করে অর্থকড়ি ও মোবাইল ফোন ছিনিয়ে একদল দূর্বৃত্ত।
গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় শেকুল মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সূত্র জানায়, গতকাল উল্লেখিত সময় বাহুবল উপজেলার হাফিজপুর গ্রামের মৃত আব্দুল মালেক- এর পুত্র সিএনজি চালক শেকুল মিয়া তার যাত্রীবিহীন সিএনজি নিয়ে শায়েস্তাগঞ্জ থেকে মিরপুর যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথিমধ্যে সে সিএনজিটি নিয়ে এশিয়ান হাইরোড এলাকায় পৌছলে একই গ্রামের একটি গ্রুপ তাকে গতিরোধ করে।
এ সময় উল্লেখিতরা তাকে মারপিট করে নগদ ২৫ হাজার টাকা ও তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে তিনি জানান। তার চিৎকার শুনে আশে-পাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।