এম এস জিলানী আখনজী, চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধ ॥ হবিগঞ্জের চুনারুঘাটে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে চারদিন ব্যাপি কৃষি প্রযুক্তি ও ফলদ বৃক্ষ মেলার উদ্ধোধন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (২৫ জুন) সকাল ১১ টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবু তাহের।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার ও উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান প্রমূখ।
উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এ মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। ২৮ জুন সন্ধ্যায় মেলার সমাপ্তি ঘোষনা করা হবে।