বাহুবল প্রতিনিধি ॥ সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য “আরপিএ ইন্দো-বাংলা ফ্রেন্ডশীপ রিলেশনশীপ জার্নালিজম এ্যাওয়ার্ড-২০১৮” সম্মানসূচক পদকের জন্য মনোনীত হয়েছেন। গত ২৩ জুন শনিবার তাকে চূড়ান্তভাবে উক্ত এ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়।
মঙ্গলবার ২৬ জুন ভারতের আগরতলার ত্রিপুরা প্রেসক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের সম্মান জানানো হবে। এতে প্রধান অতিথি হিসেবে আগরতলার রাজ্যপাল উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন। পদকপ্রাপ্তির তালিকায় ভারতের দি হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, যুগশঙ্খের মতো পত্রিকার রিপোর্টার রয়েছেন। আছেন আগরতলা, ঝাড়খন্ড এবং দিলক্ষী থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার রিপোর্টার।
সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য তীর্থযাত্রাতে থাকায় তার পক্ষে অনুষ্ঠানে পুরষ্কারটি গ্রহন করবেন দৈনিক যুগশঙ্খ পত্রিকার কলকাতা সংস্করণের প্রধান প্রতিবেদক রক্তিম দাশ। পরে ২৯ জুন কলকাতা প্রেসক্লাবে আয়োজকরা এক ঘরোয়া অনুষ্ঠানে সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য’র হাতে পুরষ্কারটি তুলে দেয়া হবে।
বাহুবল মডেল প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্য্য বর্তমানে “বাংলাদেশের খবর” পত্রিকার সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি ভোরের কাগজে কর্মরত অবস্থায় উক্ত এ্যাওয়ার্ডে ভূষিত হন।