চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে পরিবারের সঙ্গে অভিমান করে ফয়জুল মোস্তাক তন্ময় (১৪) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার (২৭ জুন) সকালে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
নিহত মোস্তাক উপজেলার বাল্লা রোড এলাকার বাসিন্দা ও স্থানীয় মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
পরিবারের বরাত দিয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আলী আশরাফ জানান, বাল্লা রোড এলাকার ৩তলা একটি বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন মাওলান আশরাফ ও তার পরিবার।
মঙ্গলবার (২৬ জুন) দিবাগত গভীর রাত পর্যন্ত তন্ময়কে খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পার্শ্ববর্তী একটি খালি ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় মোস্তাকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।