স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে মাদক দ্রব্যের ব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে র্যালি, আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলা থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাবেল, সিভিল সার্জন ডা. সুচিন্ত চৌধুরী, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, জেলা শিক্ষা অফিসার অনিল কৃষ্ণ মুজুমদার, মাদকদ্রব্য অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন স্কুল কলেজের ও নাসিংরের শিক্ষার্থীরা প্রমুখ।