নিজস্ব প্রতিনিধি : নবীগঞ্জে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী দিলীপ দাশ (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ জুন) বিকেলে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের ইমামবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দিলীপ রায় নবীগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের দিগেন্দ্র রায়ের ছেলে।
আহতরা হলেন- একই উপজেলার সিকান্দরপুর গ্রামের মৃত রাজেন্দ্র দাশের ছেলে শুশান্ত দাশ (৫৫), শুশান্ত দাশের মেয়ে রিম্পি রায় (২০) ও চৌকি গ্রামের নিরাপদ দাশের ছেলে সুমন দাশ (৩০)।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, বিকেলে যাত্রীবাহী একটি অটোরিকশা হবিগঞ্জ থেকে নবীগঞ্জ যাচ্ছিলো। পথে ইমামবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দিলীপ দাশ মারা যান। এ সময় গুরুতর আহত অটোরিকশার আরও তিন যাত্রী।
আহতদের মধ্যে শুশান্ত দাশ ও তার মেয়ে রিম্পিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সুমন দাশকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।