হবিগঞ্জ প্রতিনিধি : প্রতিদিনের ন্যায় হবিগঞ্জ জেলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে গতকাল মাধবপুর উপজেলার বিজিবি ৫৫ এর মনতলা সীমান্তের কমান্ডার হাবিলদার আব্দুল হালিম মাদকদ্রব্য চালানের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমানের নেতৃত্বে একদল বিজিবি হরেষপুর-তেলিয়াপাড়া এলাকায় বিকাল ৪ টার সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করার সময়ে ২ কেজি গাঁজাসহ আব্দুল সহিদ নামে ১ মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করার অভিযোগে ব্যবসায়ী সহিদকে ২ বছরের কারাদণ্ড প্রদান করেন। আটক সাজাপ্রাপ্ত ব্যবসায়ী আব্দুল সহিদ উপজেলার চৌমহনী ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র ।
বিজিবি ৫৫ কমান্ডার জানান, গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একদল বিজিবি অভিযান চালিয়ে ২ কেজি ওজনের গাজা সহ সহিদকে আটক করা হয়। আটকের পর বিজ্ঞ নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে আটক মাদক ব্যবসায়ী সহিদকে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান।