নিজস্ব প্রতিনিধি : মাধবপুর উপজেলার নারাইনপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন।
বুধবার (৪ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, দুপুরে নারাইনপুর নামক স্থানে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোনো একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।