চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত জমির আলীকে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে মিরাশী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে মিরাশী ইউনিয়ন উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ আহমদুল আলম রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মোল্লা (সুমন) এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিরাশী ইউপি চেয়ারম্যান ও সংগঠনের প্রধান উপদেষ্ঠা মোঃ রমিজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিআরডিবি চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম ফটিক, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া, বড়াব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক শাহজাহান মোল্লা, ইউপি সদস্য ফরিদ গাজী, আব্দুল কাদির, আব্দুর রহিম, মানিক মিয়া, মিরাশী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি আতাউল হক এমরান, খোকন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল তালুকদার, ইলিয়াস নাসির, কোষাধ্যক্ষ মোঃ হাবিব সরকার, সহ-কোষাধ্যক্ষ মোঃ শামসুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃ রফিক ভূঁইয়া, সদস্য জাহাঙ্গীর ভূইয়া, শুভ্র রায়, মারুফ, আল-আমিন, আরিফ, রিজন আহমেদ প্রমুখ।
সভায় মিরাশী ইউনিয়ন উন্নয়ন ফোরামের পক্ষ থেকে বড়াব্দা গ্রামের ভূঁইয়াবাড়ির ক্যান্সার আক্রান্ত রোগী জমির আলীর চিকিৎসার জন্য তাকে নগদ ৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান মোঃ রমিজ উদ্দিন ও অন্যান্য অতিথিবৃন্দরা।