হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বেবি-স্ট্যান্ড, নতুন বাস টার্মিনাল ও লাখাই রোডের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে ১৫ হাজার ৫০০ টাকা।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়। উক্ত অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের হবিগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এ সময় ঐ সব এলাকার প্রায় ১৭ টি ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করেন তিনি এবং জাতীয় ভোক্তা অধিকার আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেন ১৫ হাজার ৫ শত টাকা।
অভিযান কালে শহরের প্রাণ কেন্দ্র বেবি-স্ট্যান্ড এলাকার শামসু মিয়ার ফলের দোকানে পচা যাওয়া ফল বিক্রির জন্য মজুত রাখা অপরাধে ৫০০ টাকা , মেয়াদোত্তীর্ণ রাসায়নিক ক্যমিকেল ব্যবহার করার অপরাধে বাস টার্মিনাল এলাকার রহমানীয়া বেকারিকে ৪ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরী ও বিক্রি ও খাওয়ার অনুপযোগী তৈল ব্যবহার করার অপরাধে অনন্যা হোটেলকে ২ হাজার টাকা, লাখাই রোড সংলগ্ন কোকাকোলা আইসক্রিম ফ্যাক্টরিকে আইসক্রিমে ক্ষতিকর ক্যমিকেল রং ব্যবহার করার অপরাধে ৪ হাজার টাকা, লুকড়া বাজারে হাবিব বেকারিকে ক্ষতিকর রং, মেয়াদহীন পণ্য বিক্রি, অপরিচ্ছন্ন থাকার অপরাধে ৫ হাজার টাকা করা হয়।
অভিযানকালে আরো ছিলেন সদর উপজেলা স্যানিটারি উপ-পরিদর্শক মো. আব্দুল আলী। সহযোগিতায় পুলিশের একটি বিশেষ দল অংশ নেয়।