হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির পরিকল্পনা করার সময় পুলিশ ৩ জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে। সোমবার দুপুরে আটককৃত ডাকাতদেরকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হল উপজেলার তুলসীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহেদুল ইসলাম (২৩), কালিকাপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে রবিন (২০) ও কমলপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে জাকির হোসেন (১৮)।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো রামদা, দুটি বড় ছোড়া ও একটি ফিকল উদ্ধার করা হয়।
থানার পরিদর্শক (তদন্ত) কাওছার আলম জানান, ১০/১২জনের একটি ডাকাতদল শসস্ত্র ডাকাতদল ধর্মঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এরই প্রেক্ষিতে মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তীর নেতৃত্বে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালায়ে ঐ ৩ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মাধবপুর থানার এসআই আক্তারুজ্জামান বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।