হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে আবারও বেড়েছে মোটর সাইকেল চুরির উপদ্রুব। শহরের হাসপাতাল, আদালত পাড়া ও কলেজ প্রাঙ্গণ এলাকাসহ প্রতিটি গুরুপ্তপুর্ণ স্থান থেকে চুরি হয়ে যাচ্ছে মোটর সাইকেল। আর এতে করে আতংকের মধ্যে পড়েছেন মোটর সাইকেল চালকরা।
এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে শহর থেকে রিয়াজ আহমেদ (২২) নামে এক মোটর সাইকেল চোরকে আটক করেছে সদর থানা পুলিশ। সে অষ্টগ্রাম থানার খয়ারপুর গ্রামের মিসবাহ উদ্দিনের পুত্র। পুলিশ জানায়, সে দীর্ঘদিন যাবত শহরের বিভিন্ন পয়েন্ট থেকে মোটর সাইকেল চুরি করে আসছে।
গতকাল উল্লেখিত সময়ে তাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই চোরকে আটক করা হয়েছে। থানায় তাকে জিজ্ঞাসাবাদ করে আরও চোর চক্রের সদস্যদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি ইয়াছিনুল হক। আটক রিয়াজ শহরের গোসাইপুর এলাকায় বসবসা করত বলে জানা গেছে।