চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার আহাম্মতাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের সিরাজখা পুত্র আলমখা (৪০) ও ছোট ছেলে লালখা (২৫)কে গ্রেপ্তার করে চুনারুঘাট থানা পুুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কালিশিরি গ্রামে সিরাজখা নিজ বসত বাড়ী থেকে গ্রেপ্তার করে জানা যায় গতকাল রাত ৩টার দিকে কালিশিরি এলাকা থেকে চুনারুঘাট থানার এ,এস ,আই শাহীন এ, এস, আই আলমাছএস, আই আব্দুল মালিকের নেতৃত্বে একদল পুলিশ। পলাতক মামলার আসামী দুই ভাইকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে। পুলিশ জানায় সি আর ২০৯-১৪ইং মামলার আসামী। র্দীঘদিন যাবৎ আত্মগোপন করে পালিয়ে ছিলো। তার বিরোদ্ধে হবিগঞ্জ আদালতে মামলা বিচারধীন রয়েছে। গতকাল রবিবার একটার দিকে হবিগঞ্জ জেল কারাগারে প্রেরন করে থানা পুলিশ। উল্লেখ্য যে, একই পরিবারের ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ২জন পলাতক ওয়ারেন্টর আসামী সিরাজখা ও ছোট ছেলে ইয়াসিনখা বাড়ি থেকে পুলিশের হাত থেকে পালিয়ে যায়। পুলিশ জানায় সিরাজখ ও ইয়াসিনখা বিরোদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিলো। পুলিশ সিরাজখা ও ইয়াসিনখাকে ধরতে অবাহিত চালিয়ে যাচ্ছেন থানা পুলিশ।