আবুল হাসান ফায়েজ,মাধবপুর(হবিগঞ্জ)ঃ হবিগঞ্জের মাধবপুরে শীর্ষ মাদক ব্যবসায়ী কাউছার(৩৫) উরফে ফেনসিডিল কাউছারকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল ভোর রাতে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গোয়াছনগর গ্রামে মৃত সুন্দর আলীর ছেলে কাউছারকে গোপন সূত্রে অভিজান চালিয়ে তাকে গ্রফেতার করেছে।
এস.আই কাশমে জানান, দীর্ঘদিন ধরে মাধবপুর উপজেলা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাধক দ্রব্য পাচার করে আসছে।
মাধবপুর থানার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, মাধক স¤্রাট ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে,বিচারকের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।