অপু দাশ: সারাদেশের ন্যায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাাফিক সপ্তাহ পালন করা হচ্ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে ট্রাফিক সপ্তাহের ৯ম দিনে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ কতৃর্ক পরিচালিত চেকপোষ্টে ফিটনেসবিহীন যানবাহন, যানবাহনের লাইসেন্স, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষাঙ্গিক কাগজপত্র যাচাই করেছে পুলিশ সদস্যরা।
গত ৫আগষ্ট রবিবার থেকে শুরু হয় ট্রাফিক সপ্তাহ । পুলিশ সুত্রে জানায়, ট্রাফিক সপ্তাহ ৭ দিনের কথা হলেও আর ৩ দিন বাড়ানো হয়েছে। আগামী ১৪ আগষ্ট পর্যন্ত ট্রাফিক সপ্তাহ পালিত হবে। সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহজীবাজার,আন্দিউড়া,মাধবপুর কলেজ, হাফিজপুর, পুটিজুরি বাজার সংলগ্ন এলাকায় চেকপোষ্ট বসিয়ে সব ধরণের যানবাহনের কাগজপত্র পরীক্ষা করেন পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, ট্রাফিক সপ্তাহ উপলক্ষে নয় দিনে সরকারী,বেসরকারী সহ সব ধরনের যানবাহন চেকপোষ্টে থামিয়ে যানবাহনের লাইসেন্স, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ প্রয়োজনীয় কাগজপত্র চেক করা হয়।
ট্রাফিক সপ্তাহ উপলক্ষে এই ৯ম দিনে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকারের নেত্বেতে সার্জেন্ট মুস্তাফিজুর রহমান সহ একদল পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোষ্ট বসিয়ে ফিটনেসবিহীন যানবাহন ,যানবাহনের লাইসেন্স, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষাঙ্গিক প্রয়োজনীয় কাগজ পত্র না থাকায় ২৮টি বাস, ৫৫টি ট্রাক, ১০টি কাভারভ্যান, ২২টি পিকআপ, ৪টি সিএনজি অটোরিক্সা, ১৪টি মাইক্রোবাস, ১০টি প্রাইভেটকার, ৩টি মটরসাইকেলসহ মোট ১৪৬টি গাড়ি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
প্রত্যেকটি গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দায়ের করা হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জসিম উদ্দিন খন্দকার জানান, ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন গাড়ির চালক বা ট্রাফিক আইন লংঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে আইন-শৃংখলা বাহিনী। মহাসড়কে ট্রাফিক সপ্তাহ ছাড়াও কোন ধরনের অবৈধ যানবাহন চলাচল করতে দেওয়া হবেনা।
অন্যদিকে লক্ষ্য করা যায়, গাড়ির কাগজপত্র যাচাইয়ের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে আগের চেয়ে গাড়ির সংখ্যা কম।